২০২৫-২০২৬ অর্থ বছরের ভিডব্লিউবি (VWB) আবেদন

 

ভিডাব্লিউবি এর কার্যক্রম সম্পর্কে না শুনলেও ৩০ কেজি চালের কার্ডের আবেদন এর ব্যাপারে নিশ্চই শুনেছেন। প্রতিমাসে ১৫ থে কে ২৫ তারিখের মধ্যে খাদ্য বিরতণ পরিচালনা করা হয়। প্রায় প্রতিবছরই ভিডাব্লিউবি কর্তৃক ৩০ কেজি চালের কার্ডের আবেদন গ্রহণ কর্মসূচি গ্রহণ, যাচাই বাছাই ও চাল বিতরণ করা হয়।

গত বছরের ন্যায় পুনরায় ৩০ কেজি চাল এর কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১ জানুয়ারি থেকে। আজকের আর্টিকেলে এই বিষয়ে পুরো ডিটেইলস তথ্য থাকবে। আবেদন থেকে শুরু করে বিতরণ কর্মসূচির সব কিছু কভার করা হবে এই আর্টিকেলে।

বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় “ভালনারেবল উইমেন বেনিফিট” (ভিডব্লিউবি) কার্যক্রম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হয়। 

মাসে ৩০ কেজি চালের কার্ডের জন্য অবশ্যিক কিছু যোগ্যতা প্রয়োজন হবে। সেগুলো হলো: 

  • শারীরিক ও মানসিক ভাবে সুস্থ, মাতৃত্বকালীন ও মানবিকতার দৃষ্টিতে কর্মক্ষম নারী
  •  যাদের জন্ম সাল 1975 থেকে 2005 সাল পর্যন্ত। শুধু মহিলারা এই আবেদন করতে পারবে।
  • বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে হতে হবে
  • জাতীয় পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে
  • পরিবার চালানোর মত কোনো সদস্য নেই/ নিয়মিত আয়ের উৎস নেই এমন
  •  মোবাইল সেট থাকতে হবে

পাশাপাশি ৩০ কেজি চালের কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে নিচে উল্লেখ্যিত যোগ্যতা গুলো থেকে থাকলে।


১) প্রকৃত দরিদ্র ভূমিহীন পরিবার: যাদের খাবার বা পরিবারের সেবার জন্য জমি নেই অথবা নিচে উল্লেখিত সম্পত্তির সত্ত্বাধিকার ও চাহিদামাত্র মোট জমির পরিমাণ ০.১৫ একর (১৫ শতাংশ) কিংবা এর কম।

২) অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্তা নারী। 

৩) যারা ঝাড়ুদার, কৃষি শ্রমিক, নির্মাণশ্রমিক, কামার, মুচি, ধোপা, নাপিত, ঝাড়ুদার, কুলি, কুলি, চর্ম শিল্প ইত্যাদি পেশায় নিয়োজিত পরিবার।

৪) পরিবারের নিজস্ব শৌচাগার না থাকা

৫) পরিবারে বিদ্যুৎ সংযোগ না থাকলে

৬) পরিবারের নিজস্ব টিউবওয়েল বা নিরাপদ পানির উৎস না থাকলে 

৭) মাটি/টিন/বাশ দিয়ে তৈরি ঘরের দেয়াল হলে

৮) যে পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে 

৯) পরিবারে অটিজম কিংবা প্রতিবন্ধী সদস্য থাকলে 

১০) এসিড সার্ভাইবার নারী থেকে থাকলে…

৩০ কেজি চালের কার্ডের আবেদন ও প্রাপ্তিতে অগ্রাধিকার বেশি পাবে। তবে এর পাশাপাশি এটাও জানা উচিৎ যে কিরূপ হলে অগ্রাধিকার পাবে না। সেগুলো হলো:

বয়স ২০ এর নিচে কিংবা ৫০ এর অধিক হলে এই কার্ডের আবেদন করতে পারবে না। সরকারের চলমান অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হতে সুবিধা ভোগ করলে এই কার্ডের আবেদন করতে পারবে না। তাছাড়া পূর্বের বছর গুলোতে কার্ড ছিলো এবং চাল পেয়েছে এমন কেউ আবেদন করতে পারবে না। 

৩০ কেজি চাল এর কার্ডের আবেদন এর ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে যেগুলো মেনে চলতে হবে। প্রথমেই শর্ত এই যে, একটি পরিবার থেকে কেমন একটিমাত্র কার্ডের জন্য আবেদন করতে পারবে এবং একটি পরিবার মাত্র ১টি কার্ডই পাবে। 

নির্বাচিত উপকারভোগী কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ৩০ কেজি চালের কার্ড পাবে। এক্ষেত্রে যদি কেউ টাকার দাবী করে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানানোর পরামর্শ রইলো। 

৩০ কেজি চালের কার্ড আবেদন যোগ্যতা রয়েছে, এবং কার্ড পাওয়ার উপযোগী তবে স্থানীয় বাসিন্দা না হলেও আবেদন করতে পারবে এবং কার্ড পাওয়ার সুযোগ থাকবে।

  

   




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post
No Comment
Add Comment
comment url