এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশিত | সকল বোর্ডের রেজাল্ট দেখুন এখানেই

 

এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশিত, সকল শিক্ষাবোর্ডের ফলাফল দেখুন অনলাইনে

আজ বৃহস্পতিবার ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ইন্টারনেট এবং টেলিটক মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২০ লক্ষ ৭২ হাজার, যার মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল ছেলেদের তুলনায় বেশি।

৯ জুলাই (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনও বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে।

তিনি আরও বলেন, এবার অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনও আনুষ্ঠানিকতা থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিজেদের মতো করে প্রকাশ করবে।  গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হয়েছিল ১৩ মে।

🔗 এসএসসি রেজাল্ট ২০২৫ চেক করার উপায়

SSC Result 2025 দেখতে পারবেন নিচের যেকোনো এক পদ্ধতিতে:

✅ ১. অনলাইনে ফলাফল দেখুন

👉 http://www.educationboardresults.gov.bd/ 

প্রয়োজনীয় তথ্য:

  • পরীক্ষার নাম: SSC/Dakhil/Equivalent

  • বোর্ড: আপনার বোর্ড সিলেক্ট করুন

  • রোল নম্বর ও রেজি. নম্বর দিন

  • সিকিউরিটি কোড লিখে Submit করুন

✅ ২. মোবাইলে SMS দিয়ে রেজাল্ট দেখুন

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও সংগ্রহ করা যাবে। এজন্য SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2025 Send to 16222।  ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানাতে হলে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিরেজিস্ট্রেশন করা নম্বরে ফলাফল পৌঁছে যাবে। কারিগরি বোর্ডের ফলাফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআএনের মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়,  শেষ হয় ১২ মার্চ। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

📋 বোর্ডভিত্তিক এসএসসি ফলাফল লিংক

বোর্ডের নামরেজাল্ট লিংক
ঢাকা বোর্ডdhakaeducationboard.gov.bd
চট্টগ্রাম বোর্ডbise-ctg.gov.bd
রাজশাহী বোর্ডrajshahieducationboard.gov.bd
কুমিল্লা বোর্ডcomillaboard.gov.bd
দিনাজপুর বোর্ডdinajpureducationboard.gov.bd
বরিশাল বোর্ডbarisalboard.gov.bd
যশোর বোর্ডwww.jessoreboard.gov.bd
সিলেট বোর্ডsylhetboard.gov.bd
ময়মনসিংহ বোর্ডmymensingheducationboard.gov.bd
মাদ্রাসা বোর্ডbmeb.gov.bd
কারিগরি বোর্ডbteb.gov.bd

📱 মোবাইল অ্যাপে ফলাফল দেখতে চান?

👉 “SSC Result 2025” নামে প্লে স্টোরে অনেক অ্যাপ পাবেন। তবে সরকারি ওয়েবসাইটই সবচেয়ে নির্ভরযোগ্য।

📌 গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • অনলাইনে ফলাফল দেখার সময় সাইট ব্যস্ত থাকতে পারে, ধৈর্য ধরে চেষ্টা করুন।

  • কেউ যদি GPA-5 না পায়, হতাশ হবেন না। সামনে আরও সুযোগ আছে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post
No Comment
Add Comment
comment url