বাংলাদেশ পুলিশ কনস্টেবল ৮,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - Police Job Circular 2025
📅 আবেদনের সময়সূচি:
- আবেদন শুরু: ১ জুলাই ২০২৫, সকাল ১০টা থেকে
- আবেদন শেষ: ২৪ জুলাই ২০২৫, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
📌 পদের বিবরণ:
- পোস্ট নেম: Trainee Recruit Constable (TRC)
- পদের সংখ্যা: ≈ ৮,০০০ জন
- বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা (গ্রেড‑১৭)
✅ যোগ্যতা ও শারীরিক মানদণ্ড:
- শিক্ষাগত যোগ্যতা: SSC বা সমমান, জিপিএ ≥ 2.5
- বয়স সীমা: ১৮–২০ বছর (২৪ জুলাই ২০২৫‑এর মধ্যে)
- শারীরিক যোগ্যতা (পুরুষ): উচ্চতা ≥ ৫′৬″; বুকের মাপ ৩১/৩৩″
- শারীরিক যোগ্যতা (নারী): উচ্চতা ≥ ৫′৪″; বুকের মাপ নারী কোটা আলাদা
- দৃষ্টিশক্তি: ৬/৬ (চশমা ছাড়া)
- জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব
✅ পুরুষ প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (সাধারণ কোটা)
- ওজন: উচ্চতা অনুপাতে স্বাভাবিক
- বক্ষবৃত্ত: ৩১-৩৩ ইঞ্চি (স্বাভাবিক/সম্প্রসারিত)
- দৃষ্টিশক্তি: ৬/৬ (চশমা ছাড়া)
✅ নারী প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি (সাধারণ কোটা)
- ওজন: উচ্চতা অনুপাতে স্বাভাবিক
- দৃষ্টিশক্তি: ৬/৬ (চশমা ছাড়া)
✅ বিশেষ কোটার জন্য:
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চি
- বীর মুক্তিযোদ্ধা কোটা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চি
📝 আবেদন বিস্তারিত:
প্রথম ধাপঃ
ক. http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে।
খ. আবেদনের সময় ০১ জুলাই ২০২৫ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৪ জুলাই ২০২৫ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত।
গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে।
ঘ. Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
ঙ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
চ. প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
দ্বিতীয় ধাপঃ
প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে;
প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant’s Name, Forty taka (40/-) will be charged as service charge for the application of TRC Recruitment Exam June 2025. Your PIN is........(10 digit). To pay service charge type TRC<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TRC<space> Yes<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam June 2025. User ID is (xxxxxxxx) and Password is (xxxxxxxx).
হেল্পলাইন:
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে;
User ID জানা থাকলে TRC<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: TRC Help User ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে TRC<space>Help<space>PIN<space>PIN No. & Send to 16222
Example: TRC Help PIN 1234567890 & Send to 16222
আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অতপর ১ এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।
📑 পুলিশ জব সার্কুলার ২০২৫ পিডিএফ ডাউনলোড
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পুলিশ
আবেদন শুরু করার তারিখঃ ০১ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ২৪ জুলাই ২০২৫
🔗 গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
✅ অনলাইন আবেদন ফরম: http://police.teletalk.com.bd
✅ কর্তৃপক্ষের ওয়েবসাইট: https://www.police.gov.bd/
🛡️ পরীক্ষা ও নির্বাচনের ধাপ:
প্রাথমিক স্ক্রিনিং
শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test)
লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা
মেডিক্যাল পরীক্ষা
চূড়ান্ত নির্বাচন
⚠️ আবেদনকারীদের জন্য সতর্কবার্তা:
আবেদন নিশ্চিত করার জন্য SMS ফি সময়ামত দিন।
অসত্য তথ্য যুক্ত করলে আবেদন বাতিল হবে।
আবেদন শেষ তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন সময় মোবাইল নম্বার সক্রিয় ও SMS ঠিকঠাক পাওয়া যাচ্ছিল কিনা নিশ্চিত করুন।
#সরকারি_চাকরি #ডিফেন্স_চাকরি #বাংলাদেশ_পুলিশ_নিয়োগ